নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী যখন দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেই সময় দেশি-বিদেশিরা তাকে হত্যার পরিকল্পনা করছে। ওই বেঈমান শকুনরা ষড়যন্ত্র করছে। বিএনপি-জামায়াতকে শামীম ওসমান ঠ্যাং দিয়ে ভয় পায়না। তবে ভয় পাই দলের ভেতরে থাকা খন্দকার মোস্তাকদের। বিএনপি-জামায়াতের ১০ হাজার কর্মীর বিপরীতে আওয়ামী লীগের একজন কর্মী যথেষ্ট।’
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রেলগেট এলাকায় জনসমাবেশে তিনি এসব কথা বলেন। জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে ‘দেশ বিরোধী দেশি-বিদেশি চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগানে সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শামীম ওসমান সমাবেশে বলেন, ‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমরা জাপানের চেয়েও উন্নত দেশ থাকতাম। বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পদ ছিলেন না, শেখ হাসিনাও আজ শুধু আওয়ামী লীগের সম্পদ নন, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ তিনি।’
শামীম ওসমান আরও বলেন, ‘২১ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আমাদের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখুন, তিনিই আমাদের স্বপ্ন। অক্টোবর নাগাদ ওরা মানচিত্রে থাবা দেবে, ক্ষমতায় আসার জন্য নয়, দেশকে ধ্বংস করার জন্য। যারা বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করতে চায়, তাদের বলতে চাই আমরা কারও পায়ে ভর দিয়ে দাঁড়াইনি। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে।’
আগামীতে আবারও শেখ হাসিনাই দেশের প্রধানমন্ত্রী হবেন দাবি করে শামীম ওসমান বলেন, ‘আজকের পর থেকে বিএনপি-জামায়াত যদি বঙ্গবন্ধু বা শেখ হাসিনাকে নিয়ে কোনো বাজে বা অশ্লীল কথা বলে তাদের কোনো ছাড় দেওয়া হবেনা। নারায়ণগঞ্জ তো আমাদের বাড়িঘর, এখানে বিএনপি’র সঙ্গে কি খেলব? আপনারা সময় দেন কোথায় কোনো জায়গায় খেলবেন, আমারা প্রস্তুত আছি আপনাদের সঙ্গে খেলব। সেই খেলায় আমারাই জিতব।’
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি কায়সার হাসনাত, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।