রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার রাতে ইউক্রেনীয় সীমান্তের কাছে বেলগোরোদ অঞ্চলে ওই ড্রোনটি ভূপাতিত করা হয়। খবর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের।
মস্কো টাইসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাশিয়ায় হামলা চালাতে যায় ইউক্রেনে ওই ড্রেনটি।
এ সময় বেলগোরোদ অঞ্চলে অবস্থান করা রুশ বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে ওই ড্রেনটি ভূপাতিত করেছে।
এক টেলিগ্রাম বার্তায় বেলগোরোদ অঞ্চলের মেয়র ভায়াচেসলাভ গ্লাডকভ জানান, তুলিয়ানকা নামে রুশ গ্রামের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটি ভূপাতিত করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।