সকল মেনু

ককটেল বিস্ফোরণ ঘটনায় রাজধানীতে ১৬ মামলা

cocktail20130318092740_0_4500_8972ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের আগে শনিবার রাজধানীতে ককটেল হামলা, অগ্নিসংযোগসহ বিভিন্ন ঘটনায় ১৬টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদি হয়ে অস্ত্র, বিস্ফোরক আইন ও পুলিশ আক্রান্তের ধারা উল্লেখ করে মামলাগুলো দায়ের করা হয়েছে। মামলায় বিএনপি জামায়াতের কয়েকশ’ নেতাকর্মীকে আসামী করা হয়েছে।ডিএমপি মিডিয়া উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বলেন, শনিবার রাজধানীর বিভিন্ন জায়গায় হরতাল পূর্ব সহিংস ঘটনায় মোট ১৬ টি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ও অজ্ঞাতসহ শতাধিক ব্যক্তিকে আসামী করা হয়েছে।জানা গেছে, ১৬ মামলার মধ্যে বিস্ফোরক আইনে ১৪ টি, ১টি অস্ত্র এবং ১টি পুলিশ আক্রান্তের ঘটনা রয়েছে। ডিএমপির মিরপুর, কাফরুল, দারুসসালাম, তেজগাঁও,  শেরেবাংলানগর, রমনা, পল্টন, মতিঝিল, যাত্রাবাড়ি, ডেমরা, কদমতলি, সবুজবাগ, শাজাহানপুর, গুলশান, ভাটারা, উত্তরা থানায় এসব মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top