সকল মেনু

মাদরাসা বোর্ডে উত্তরপত্র চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলো ৫৯৭ জন

ফেল থেকে পাস ১৫৩৪

মাদরাসা শিক্ষা বোর্ডে দাখিলের উত্তরপত্র পুনর্নিরীক্ষণে চার হাজার ১৯৫ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে এক হাজার ৫৩৪ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৫৯৭ জন।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে মাদরাসা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফলাফলে এ তথ্য জানা গেছে।

মাদরাসা শিক্ষা বোর্ডে মোট ২৩ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী ৪৭ হাজার ৬৯৯টি পত্রের আবেদন করেছিল।

মাদরাসা বোর্ড সূত্র জানিয়েছে, এবছর ফল প্রকাশের পর ২৩ হাজার ৬৬৫ জন দাখিল পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করেছিল। তারা ৪৭ হাজার ৬৯৯টি খাতা চ্যালেঞ্জ করেছিল।

গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পায় এক লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।

ওইদিন প্রকাশিত ফল অনুযায়ী, মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষায় ৭৪ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। মোট জিপিএ-৫ পেয়েছিল ছয় হাজার ২১৩ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top