সকল মেনু

ভারী দুল পরে কানে ব্যথা হলে কী করবেন?

কমবেশি সব নারীই কোনো না কোনো সময় ভারী দুল পরতে ভালোবাসেন। তবে সৌন্দর্য বাড়াতে গিয়ে অনেকেই বিপাকে পরেন অর্থাৎ অনেকেরই দুল পরলে কানে প্রচণ্ড ব্যথা হয়। এ কারণে বড় বা ভারী দুল এড়িয়ে চলেন কেউ কেউ।

এ সমস্যা নিয়ে ভারতের ত্বকরোগ বিশেষজ্ঞ ডা. অপরাজিতা লাম্বা তার একটি ইনস্টাগ্রাম পোস্টে বিস্তারিত আলোচনা করেছেন। তার মতে, ৩ উপায়ে ব্যথা-যন্ত্রণা ছাড়াই ভারী দুলে স্টাইল করা সম্ভব। জেনে নিন কী কী-

সোনা বা রুপার দুল পরুন

ত্বকে অ্যালার্জিজনিত সমস্যা থাকলে ও কানের দুল পরলে ত্বকে কোনো সমস্যা দেখা দিলে নিকেল বা অন্য ধাতুর দুল না পরাই ভালো বলে জানান ডা. লাম্বা।

এর পরিবর্তে সোনা ও রুপার দুল পরুন। প্রয়োজনে এ ধরনের ভারী দুল পরার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

ইয়ার প্যাচেসের ব্যবহার

ডা. লাম্বার মতে, ভারী দুল পরলে কানের লতিতে টান পরে আর মূলত এ কারণেই কানে ব্যথা হয়। এমনকি কান কেটেও যেতে পারে।

তাই কানের দুল পরার আগে অবশ্যই ইয়ার প্যাচেস ব্যবহার করুন। এগুলো কসমেটিক্সের দোকানে বা ই-কমার্স ওয়েবসাইট থেকে সহজেই কিনতে পারবেন।

কানে ভারী দুল পরার আগে বিপরীত দিকে এই ইয়ার প্যাচেস লাগিয়ে নিন, তারপর দুল পরুন। দেখবেন কোনো সমস্যা হবে না।

দুলের সঙ্গে টানা পরুন

চেন দেওয়া বা টানা অংশযুক্ত কানের দুল পরতে পারেন। এগুলো পরলে কানের দুলের সম্পূর্ণ ওজন আপনার কানের লতির উপরে পড়ে না।

কানে ব্যথা হওয়ার ঝুঁকিও আর থাকবে না। তাই পরবর্তীসময় থেকে ভারী কানের দুল কেনার সময় এর সঙ্গে যুক্ত চেন কিনতেও ভুলবেন না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top