সকল মেনু

চট্টগ্রামে এইচএসসির প্রথম দিনে ৪৪৫ পরীক্ষার্থী অনুপস্থিত

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ২০২৩ সালের এইচএসসির প্রথম দিনের পরীক্ষায় ৪৪৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

রোববার (২৭ আগস্ট) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষায় বোর্ডটির অধীন চট্টগ্রামসহ পাঁচ জেলার এ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেননি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ১১৩টি কেন্দ্রে ২৭৯টি কলেজের ১ লাখ ২ হাজার ৪৬৮ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। তার মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষার্থী সংখ্যা ছিল ৯২ হাজার ৪০৮ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের বোর্ডে পরীক্ষা ১০ দিন পিছিয়ে ২৭ আগস্ট থেকে শুরু হয়েছে। প্রথম দিন আইসিটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় উপস্থিতির হার ৯৯ শতাংশের বেশি। এদিন মোট ৯২ হাজার ৪০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪৫ জন অনুপস্থিত ছিলেন।

গত ১৭ আগস্ট দেশের আটটি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও অতিবৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা ১০ দিন পিছিয়ে যায়। ২৭ আগস্ট নির্ধারিত দিনেও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ২৯ কেন্দ্রে এক ঘণ্টা পিছিয়ে পরীক্ষা শুরু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top