রাজধানীর কলাবাগানের ভূতের গলি এলাকার একটি বাসার ফ্রিজ থেকে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে গৃহকর্মী ছিল। আজ শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) বিজন দাস। তিনি বলেন, কলাবাগানের ভূতের গলির ওই বাসায় তিন বছরের সন্তান নিয়ে থাকতেন এক নারী। গতকাল শুক্রবার বাসায় তালা দিয়ে বেরিয়ে যান তারা।
আজ বাসার লোকজনকে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। পরে ভবনের কেয়ারটেকার পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ গিয়ে ওই বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা, শিশু গৃহকর্মীকে মেরে সেখানে রাখা হয়েছে। তবে নিহতের পরিচয় সম্পর্কে এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি।