সকল মেনু

‘অডিট রিপোর্ট’ দিতে সময় পাচ্ছে ব্যর্থ দলগুলো

ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জেপিসহ নিবন্ধিত ৪০টি দলের মধ্যে ২০টি দল নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক আয়-ব্যয়ের নিরীক্ষিত হিসাব বিবরণী জমা দিয়েছে।

বাকিরা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারেনি। তারা আরো সময় চেয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জেপিসহ অন্তত ২০টি দল ৩১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিয়েছে।

বাকিরা সময় বাড়ানোর জন্য আবেদন করেছে। কেউ কেউ এক মাস, দেড়-দুই মাস সময়ও চেয়েছে।

দলগুলোর আবেদন বিবেচনা করে সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয়ার পক্ষে কমিশনে ফাইল উপস্থাপন করা হয়েছে। সেক্ষেত্রে প্রতিবেদন দিতে সময় বাড়বে।

উল্লেখ্য, ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর থেকে প্রতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের (জানুয়ারি-ডিসেম্বর) স্বীকৃত চার্টার্ড একাউন্টিং ফার্ম দিয়ে নিরীক্ষা করে দলগুলোর আর্থিক আয়-ব্যয় বিবরণী জমা নেয় ইসি।

নির্বাচন কমিশনের কাছে দলগুলো প্রতিবেদন জমা দিয়ে শুধু আয়-ব্যয় ও স্থিতির সংখ্যাটুকু জানিয়ে দেয় গণমাধ্যমে। দলীয় ওয়েবসাইটে ও ইসির ওয়েবসাইটে তা প্রকাশ করা হয় না।

গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে, যদি কোনো দল পরপর তিন বছর তাদের বার্ষিক আয়-ব্যয় হিসাব জমা না দেয়, তবে নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিল করতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top