সকল মেনু

রাশিয়ার ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭

রাশিয়ার দাগেস্তানে একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৪ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটে কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত আঞ্চলিক রাজধানী মাখাচকালায় বিস্ফোরণটি ঘটে। খবর বিবিসির।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার দাগেস্তানের রাজধানী মাখাচকালাতের একটি মহাসড়কের পাশে অটো মেরামতের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে বিস্ফোরণ ঘটলে কাছের একটি গ্যাস স্টেশনে ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে যাওয়া এক চিকিৎসক বলেছেন, নিহতদের মধ্যে ৩ জন শিশুও রয়েছে। এ ঘটনায় গুরুতর আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। আহতদের মধ্যে ১৩ জন শিশু রয়েছে। আগুনটি প্রায় ৬০০ বর্গ মিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে।

রুশ মন্ত্রণালয় থেকে জানান হয়, ফায়ার সার্ভিসের ২৬০ জন কর্মীসহ একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। গুরুতর আহতদের ইতিমধ্যেই চিকিৎসার জন্য মস্কোতে নিয়ে আসা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, পেট্রোল পাম্পের বিপরীত দিকে থাকা একটি গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top