সকল মেনু

সিরিয়ায় সামরিক বাসে হামলা, ২৩ সেনা নিহত

সিরিয়ায় সামরিক বাহিনীর বাসে হামলায় দেশটির কমপক্ষে ২৩ সেনা নিহত হয়েছেন। শুক্রবার (১১ আগস্ট) সংঘাত-বিধ্বস্ত দেশটির পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা।

সংঘাত-বিধ্বস্ত দেশটির পূর্বাঞ্চলের এ ঘটনার জন্য ইসলামিক স্টেট গ্রুপকে (আইএস) দায়ী করছে সিরিয়ান সরকার। খবর রয়টার্সের।

ব্রিটেন-ভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)’ বলেছে, আইএস সদস্যরা বৃহস্পতিবার দেইর এজোর প্রদেশে একটি সামরিক বাসকে লক্ষ্য করে হামলা চালায়। এতে ২৩ সেনা নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

জানা যায়, বিস্তীর্ণ মরু প্রদেশ দেইর এজোরের আল-মায়াদিন শহরের কাছে এই হামলার ঘটনা ঘটেছে। এটি ইরান ও রাশিয়া সমর্থিত সিরিয়ার সেনা এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি-নেতৃত্বাধীন যোদ্ধাদের নিয়ন্ত্রণাধীন এলাকার মধ্যবর্তী অঞ্চল।

এসওএইচআর এই হামলাকে আইএসের এই বছরের সবচেয়ে মারাত্মক হামলা বলে উল্লেখ করেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ ঘটনার কোনো তাৎক্ষণিক প্রতিবেদন প্রকাশ করেনি। তাৎক্ষণিকভাবে কেউ দায়ও স্বীকার করেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top