সকল মেনু

এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব

বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে বেছে নেয়া হয়েছে। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেবেন এই বাঁহাতি তারকা অলরাউন্ডার।

শুক্রবার গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অধিনায়ক হিসেবে সাকিবের নাম নিশ্চিত করেছেন।

ইনজুরির কারণে ওপেনার তামিম ইকবাল ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। এশিয়া কাপেও খেলতে পারবেন না তিনি। তার জায়গায় এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো মেগা আসর সামনে রেখে ওয়ানডে দলের দায়িত্ব তুলে দেওয়া হলো সাকিবের কাঁধে।

সাকিব বাংলাদেশ টেস্ট ও টি-২০ দলের অধিনায়কত্ব করে আসছেন। এখন টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক তিনি। এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ টি-২০ বিশ্বকাপেও দলের অধিনায়ক ছিলেন তিনি।

তামিম নেতৃত্ব ছেড়ে দেওয়ায় তার জায়গায় সাকিব দায়িত্ব পাচ্ছেন এই ধারণা আগেই পাওয়া গিয়েছিল। অধিনায়ক চূড়ান্ত করতে বিসিবি সভাপতি পাপন বোর্ড পরিচালকদের নিয়ে বৈঠকে বসেছিলেন। সেখানে সাকিবকেই তিনি অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিলেন বলে জানতে পেরেছিল সমকাল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top