সকল মেনু

খাদ্য নিরাপত্তা বিষয়ক ডায়লগ অনুষ্ঠিত

Kurigram Pic- -01 ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ  কুড়িগ্রামে গ্রো সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে দিনব্যপী খাদ্য নিরাপত্তা বিষয়ক ডায়লগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজার রহমান। জীবিকার পরিচালক মানিক চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাহেদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল কবীর, ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, প্রকল্প কর্মকর্তা পাপন সরকার, আক্তার হোসেন খোকন, জসিমুদ্দিন, ফেরদৌস আলী, সাংবাদিক শ্যামল ভৌমিক, ইউসুফ আলমগীর, প্রমূখ। জীবিকা ফুড সিকিউরিটি গভর্নেন্স প্রকল্প এ ডায়লগের আয়োজন করে। এতে উপস্থিত কৃষক ও মৎস্য জীবিরা খাদ্য নিরাপত্তায় সরকারী সেবা প্রপ্তির জন্য অতিথিদের সাথে ডায়লগে অংশ নেন। বক্তরা বলেন দরিদ্র গ্রামীন নারীরা কৃষি ও মৎস্য সম্পদ উৎপাদনে অনেকাংশে নির্ভরশীল এবং তারা তাদের শ্রমের একটি বিরাট অংশ খাদ্য উৎপাদনে ব্যায় করে। কিন্তু সম্পদে ও সিদ্ধান্তে প্রবেশাধীকারের ক্ষেত্রে তারা বঞ্চিত। তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তনের কারনে কৃষ খাত সবচেয়ে ঝুঁকির মধ্যে পড়ায় বিশ্ব ব্যাপী খাদ্য নিরাপত্তা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। বাংলাদেশ একটি দূর্যোগ প্রবন দেশ প্রকৃতিক দূর্যোগে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয় কৃষি খাতে। এ ব্যাপারে সতর্ক থাকা জরুরী।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top