সকল মেনু

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে কাঠের স্তূপে আগুন

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ এলাকায় কাঠের স্তূপে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রকল্পের সিকিউরিটি টিম ও ফায়ার সার্ভিস।

শনিবার দুপুর ১টার দিকে কয়লাবিদ্যুৎ প্রকল্পের ভেতরে গার্ডিয়ান কোম্পানির রাখা কাঠের স্তূপে আগুন লাগে। বিকাল সাড়ে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি কর্মকর্তা আলফাজ উদ্দিন।

তিনি বলেন, কিছু অব্যবহারযোগ্য কাঠে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় প্রকল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে প্রকল্পের সিকিউরিটি ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top