সকল মেনু

মিঠামইনে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫, আটক ৯

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে উভয় পক্ষের ৯ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই বছর আগে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আশরাফ মওলানা ও পুরান বাড়ির জামাল মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে জামাল মিয়ার পক্ষের আনোয়ার (২৮) নামের একজন নিহত হন। এ নিয়ে মামলা চলছে। বৃহস্পতিবার রাতে দুপক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হন।

আহতদের প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারে হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত হান্নান (২৫) নামের একজনকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্রনাথ গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top