সকল মেনু

সুগন্ধায় আগুন লাগা জাহাজ থেকে আরও একজনের লাশ উদ্ধার

ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডের শিকার তেলবাহী জাহাজ এমভি সাগর নন্দিনী-২ থেকে আরও একজনের লাশ উদ্ধার হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

সোমবার নদী থেকে লঞ্চের ধ্বংসাবশেষ উদ্ধারের সময় বেলা ১১টার তার লাশটি উদ্ধার করা হয়। পরে বিআইডব্লিউটিএ তার লাশটি ফায়ার সার্ভিসের কাছে হস্তান্তর করে।

ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উদ্ধার হওয়া লাশটির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। সুগন্ধা নদীর তীরে অপেক্ষমাণ নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা লাশটি শনাক্ত করবেন।

সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ২ জনের লাশ উদ্ধার করা হলো। এ ঘটনায় এখনও ৩ জন নিখোঁজ রয়েছেন।

এর আগে শনিবার দুপুর পৌনে ২টার দিকে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় জাহাজটিতে ১৫ লাখ লিটার জ্বালানি তেল ছিল। তবে অগ্নিকাণ্ডে তেলের কোনো ক্ষতি হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top