আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেছেন। শনিবার তিনি কোটালীপাড়ায় উপস্থিত হয়ে দলীয় কার্যালয়টি উদ্বোধন করেন। এরপর আওয়ামী লীগ সভাপতি নবনির্মিত দলীয় কার্যালয় চত্বরে তিনটি চারা রোপণ করেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কোটালীপাড়া এসে পৌঁছান। কোটালীপাড়ায় পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
দলীয় কার্যালয় উদ্বোধন শেষে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কোটালীপাড়া আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুধীজনদের সঙ্গে মতবিনিময় করছেন।
এর আগে প্রধানমন্ত্রী আজ সকালে তার সরকারি বাসভবন থেকে সড়ক পথে কোটালীপাড়ার উদ্দেশে রওনা হন।
আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এরপর বিকেলে তিনি জন্মস্থান টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন।
টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় তার নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে রোববার সকালে দলীয় নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
একইদিন (২ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
প্রসঙ্গত, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া-কোটালীপাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা। এই এলাকা থেকে আওয়ামী লীগ সভাপতি ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।