সকল মেনু

এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে ময়ূর-৭ লঞ্চের আগুন

রাজধানীর সদরঘাটে ঢাকা-চাঁদপুর রুটে চলাচল করা ময়ূর-৭ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (৩০ জুন) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে লঞ্চটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম।

এর আগে সদরঘাটে ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করা ময়ূর-৭ নামক লঞ্চে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন লাগার ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সদরঘাটে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগে। খবর পেয়ে ১১টা ৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর প্লাটুনে দাঁড়ানো ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, আনিসার, নৌ পুলিশ, র‍্যাব ও বিআইডিব্লিউটিএ কাজ করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top