সকল মেনু

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহে কুরবানির পশুবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হবার ঘণ্টাখানেক পর বিকল্প লাইনে চলাচল শুরু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল।

এরআগে রবিবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ আউটটর সিগনালের কাছে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী পশুবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি সরিয়ে নিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ২৬টি বগি নিয়ে কুরবানির পশুবাহী স্পেশাল ট্রেনটি গতকাল রাত ৯টায় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ট্রেনটি ছেড়ে আসে। রাত দেড়টায় ময়মনসিংহ স্টেশনের কাছে আউটার সিগনালের কাছে প্রথমবার লাইনচ্যুত হয়। পরে মেরামত করলে সকালে আবার রওনা দিলে একেই স্থানে একেই বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top