সকল মেনু

অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে বরুণ-জাহ্নবীর ‘বাওয়াল’

অনেক জল্পনা-কল্পনা শেষে অবশেষে জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান অভিনীত রোমান্টিক ড্রামা ‘বাওয়াল’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মেই। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও মুক্তি পাবে এ সিনেমা।

সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা ব্যানার ‘নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট’-এর সঙ্গে অশ্বিনী আইয়ার তিওয়ারি ও নীতেশ তিওয়ারির সংস্থা ‘আর্থস্কাই পিকচার্স’-এর সহযোগিতায় তৈরি হচ্ছে প্রেম কাহিনি ‘বাওয়াল’।

এই প্রথম একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন বরুণ ধবন ও জাহ্নবী কাপুর। এ সিনেমা প্রাইম ভিডিওর মাধ্যমে ভারত ও বিশ্বের ২০০ দেশে দেখা যাবে। জুলাই মাসে মুক্তি পাবে এ সিনেমা।

সোমবার সিনেমার পোস্টার শেয়ার করে নির্মাতাদের পক্ষ থেকে এ খবর দেওয়া হয়। ক্যাপশনে লেখা হয়, ‘বদলাবে সবার মনের অবস্থা কারণ দুনিয়ায় হতে চলেছে বাওয়াল এই জুলাই মাসে।’ বিশ্বজুড়ে একসঙ্গে মুক্তি পাবে এ সিনেমা। এ সিনেমা পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি।

সপ্তাহখানেক আগেই শোনা যায় ওটিটিতে মুক্তি পাবে ‘বাওয়াল’। যদিও তখন কোনো প্ল্যাটফর্মের নাম নিশ্চিতভাবে ঘোষণা করা হয়নি। ‘দঙ্গল’ খ্যাত নীতেশ তিওয়ারির এ সিনেমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। একাধিক সূত্র থেকে জানা গেছে তখন, এ সিনেমার বিষয় খানিক অন্য ধরনের। সাধারণত কমার্শিয়াল মনোরঞ্জন দেওয়ার মতো এ সিনেমার বিষয় নয়। তাই সিনেমার নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন এ সিনেমা ওটিটিতে মুক্তির জন্যই উপযুক্ত।

এর আগে ৭ এপ্রিল ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা ছিল ‘বাওয়াল’। কিন্তু পরে সেই তারিখ পিছিয়ে যায়। একাধিক সূত্র মতে ভিএফএক্সে দেরি হওয়ার জন্য এ সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে যায়। সিনেমার পোস্ট প্রোডাকশন এখনো বাকি রয়েছে বলে মনে করা হয়েছে। অনুরাগীরা অবশ্যই বরুণ ও জাহ্নবীর নতুন জুটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top