সকল মেনু

সাংবাদিক নাদিম হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইনমন্ত্রী

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রবিবার (১৮ জুন) বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সদ্য পদায়ন পাওয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের রিফ্রেশমেন্ট কোর্স উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার শেষ করতে গুরুত্ব দেয়া হবে। এই মামলায় চার্জশিট দেয়ার পর তা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে।

অতীতের সব সাংবাদিক হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, সাংবাদিক গোলাম রাব্বানীর হত্যার বিষয় দুঃখজনক। এই হত্যাকাণ্ডের মামলার সুষ্ঠু বিচারে সর্বোচ্চ নজর রাখা হবে। অতীতে যেসব সাংবাদিককে হত্যা করা হয়েছে, সেসব মামলা দ্রুত শেষ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top