সকল মেনু

মঙ্গলবার প্রধানমন্ত্রী হাবিপ্রবি’র নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করবেন

PM-Hasina_18320 ২১ অক্টোবর ২০১৩, হাবিপ্রবি, দিনাজপুর:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন; ড. এম. এ. ওয়াজেদ ভবন উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন রং-এর ব্যানার, ফ্যাস্টুন, বিলবোর্ডে ছেয়ে গেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সর্বত্র উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা। উল্লেখ্য, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিগত ১৬/০৫/২০০৯ খ্রিঃ তারিখে ১৬তম রিজেন্ট বোর্ডের সভায় দিনাজপুর-৩ আসন-এর মাননীয় সংসদ সদস্য ও রিজেন্ট বোর্ডের সদস্য জনাব ইকবালুর রহিম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ও দেশ বরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়ার স্মৃতি সংরক্ষণের জন্য এ বিশ্ববিদ্যালয়ে একটি ভবন নামকরণের প্রস্তাব দেন। মাননীয় সংসদ সদস্যের প্রস্তাবটি রিজেন্ট বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নাম ড. এম. এ. ওয়াজেদ ভবন নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেমতে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় ড. এম. এ. ওয়াজেদ ভবনের নির্মাণ কাজ (১ম পর্যায়) সমাপ্ত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top