সকল মেনু

শেখ হাসিনাকে আম পাঠাবেন মমতা

রাজনৈতিক মতবিরোধ, তিক্ততা ভুলে সৌজন্যতার নজির গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আম পাঠাবেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিবালয় নবান্ন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে প্রায় ১২ বছর ধরে আম পাঠানোর এই রীতি চালিয়ে আসছেন মমতা। সূত্রে জানিয়েছে, বাছাই করা লক্ষণভোগ, হিমসাগর, ফজলি ও ল্যাংড়া জাতের আমের ডালি সুন্দরভাবে বাক্সবন্দি করে ঢাকায় পাঠানো হচ্ছে। বাক্সের ওপর ট্যাগ লাইন হিসেবে লেখা থাকছে ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফে শুভেচ্ছা।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top