সকল মেনু

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩০

ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়ল চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। শুক্রবার শালিমার স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে।

রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। দুর্ঘটনায় হতাহত হয়েছেন বহু যাত্রী। ট্রেনটির একাধিক বগি লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অন্তত ৫০ জনের প্রাণহানি হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে। ৩০০ জনের ওপরে বালেশ্বরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

স্থানীয় সময় বিকেল দুপুর ৩টা ১৫ মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে ছাড়ে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশন ছাড়ে বিকেল সোয়া ৫টায়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছায় বালেশ্বরে।

পরে কাছেই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ বগির ট্রেনটি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

স্থানীয় সূত্রের খবর, করমণ্ডল এক্সপ্রেস ধাক্কা মারে একটি মালগাড়িতে। এর ফলে করমণ্ডল এক্সপ্রেসের প্রথম তিনটি বগি ছাড়া সবকটিই লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি মালগাড়ির ওপর উঠে যায়।

সিগনালে ত্রুটি না কি চালকের ভুল— কেন এত যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ল করমণ্ডল এক্সপ্রেস, তা জানার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top