সকল মেনু

নিষেধাজ্ঞা দিয়ে উন্নয়ন ও গণতন্ত্রকে ব্যাহত করা যাবে না : কৃষিমন্ত্রী

এ বছর কৃষির উন্নয়নে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি জানান, গ্রামীণ মানুষের জীবনমান উন্নত করতে বাজেটে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার টাঙ্গাইলের মধুপুর উপজেলার রাণী ভবানী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি বাজেট নিয়ে এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, স্যাংশন নিয়ে আওয়ামী লীগ মোটেই বিচলিত নয়। কোনো নিষেধাজ্ঞা দিয়ে উন্নয়ন ব্যাহত করতে পারবে না, বাংলাদেশের গণতন্ত্রকে ব্যাহত করতে পারবে না। যত ধরনের নিষেধাজ্ঞাই দেওয়া হোক তা মোকাবিলা করার মতো যোগ্যতা বাংলাদেশের আছে।

মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র সিদ্দিক খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি ও সাবেক পৌর মেয়র মাসুদ পারভেজ প্রমুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ১০০ জন চিকিৎসক দিনব্যাপী হাজারও রোগীর মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top