কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
রবিবার (২৮ মে) সকাল আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেতুন্দি গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে দুলাল ব্যাপারী (৬২) ও ভবানীপুর গ্রামের মৃত চুনু মিয়ার ছেলে আব্দুস সাত্তার (৬৫)।
পুলিশ জানায়, ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী লোকাল মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাক ও মাইক্রোবাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসের যাত্রী দুলাল ব্যাপারী ঘটনাস্থলে এবং হাসপাতালে নেয়ার পর সাত্তার মিয়া মারা যান। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে যায়।
দুর্ঘটনায় ইশরাত (১৭), বাবু (৩০), রমজান (১৯), সোহাগ (২৫), মোজাম্মেল (৪০), পারভীন (৩৫) ও রাবেয়া (৩৫) আহত হয়েছেন।
এবিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।