জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে আহত হয়েছেন ২৯ জন যাত্রী।
শুক্রবার (২৮ এপ্রিল) ভোর রাতে পাঁচবিবি-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের সকলেই পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী বলে জানা গেছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে আনাছ পরিবহন নামের যাত্রীবাহী বাসটি পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই উল্টে গেলে ২৯ যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করায়। আহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে বলেও জানান ওসি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।