সকল মেনু

চট্টগ্রামের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার জয়

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ নৌকা প্রতীকে ৬৭ হাজার ২০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে ভোটের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান। এ নির্বাচনে নোমান আল মাহমুদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী স উ ম আবদুস সামাদ মোমবাতি প্রতীকে পেয়েছেন ৫০৮৭ ভোট। ৬২ হাজার ১১৮ ভোটের ব্যবধানে নোমান আল মাহমুদ জয়লাভ করেন।

চট্টগ্রাম ৮ আসনে ১৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৫ লাখ ১৭ হাজার ৯৫২ ভোটারের মধ্যে বৈধ ভোট পড়েছে ৭৫ হাজার ৩০৫টি। শতাংশের হিসাবে এ নির্বাচনে ভোট পড়েছে ১৪ দশমিক ৫৫ শতাংশ।

এর আগে বিগত উপনির্বাচনে প্রায় ২৩ শতাংশ ভোট পড়েছিল। যেখানে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। আজ এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হলো।

নির্বাচনে অপর ৩ প্রার্থীর মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন (চেয়ার) ১ হাজার ৮৬০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির কামাল পাশা (আম) ৬৭৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী রমজান আলী (এক তারা) পেয়েছেন ৪৮০ ভোট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top