সকল মেনু

জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে সম্রাটের প্রাসাদে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

একটি সূত্র জানায়, সৌজন্য সাক্ষাতের নির্ধারিত সময় ছিল আধা ঘণ্টা। সম্রাট নারুহিতোর সঙ্গে এই প্রথমবারের মতো সাক্ষাৎ করলেন শেখ হাসিনা। এর আগে ২০১৪ সালে জাপান সফরের সময়ে সম্রাট নারুহিতোর বাবা আকিহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে চার দিনের সফরে ২৫ এপ্রিল টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী জাপানের সঙ্গে এবারের সফরে সম্পর্ক আরও গভীর করার জন্য আলাপ করবেন দুই প্রধানমন্ত্রী। ইতোমধ্যে দ্বিপাক্ষিক এক বৈঠক শেষে আটটি চুক্তি ও সমঝোতা স্মারকও সই হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top