সকল মেনু

ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে মেট্রোরেল

ঈদের দিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো সবার জন্যই আনন্দের। সেই আনন্দে এবার যোগ হয়েছে মেট্রোরেল ভ্রমণ। ঈদের দিন দুপুর থেকে নগরবাসীর পাশাপাশি ঢাকার আশপাশের এলাকা থেকে অনেকেই পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে এসেছেন মেট্রোরেলে ভ্রমণ করতে।

শনিবার (২২ এপ্রিল) দুপুরে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে সরেজমিন দেখা যায়, স্টেশনের গেট খোলার আগে থেকেই ভিড় জমিয়েছেন উৎসাহী যাত্রীরা। তাদের বেশিরভাগই প্রথমবারের মতো মেট্রোরেলে চড়বেন, তাই উচ্ছ্বাসটা ছিল একটু বেশিই। নিজেদের মধ্যে চলছিল মেট্রোরেল নিয়ে নানান আলোচনা। স্টেশন খুলতেই হৈ-হল্লায় ভেতরে প্রবেশ করেন তারা। বিস্ময় ও কৌতূহল নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন স্টেশনের ভেতরে, আর দেখছিলেন দেশের প্রথম এই আধুনিক যোগাযোগ ব্যবস্থা। সতর্কতার সঙ্গে সবাই মেনে চলছেন নির্দেশিকা। মেট্রোরেলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে যাত্রীদের জানানো হয় ঈদের শুভেচ্ছা।

সাভারের হেমায়েতপুর থেকে ছয় বন্ধুসহ প্রথমবার মেট্রোরেলে ভ্রমণ করতে এসেছেন ফয়সাল। মেট্রোরেল নিয়ে তার মনে নানান প্রশ্ন। ফয়সাল বলেন, ‘চালু হওয়ার পর থেকেই টিভিতে দেখে আসছি, কিন্তু আসা হয়নি। আজ সকালে ঈদের নামাজ পড়ে প্ল্যান করেছি— মেট্রোরেলে চড়ে ঘুরবো। ভালো লাগছে, স্টেশনটা অনেক সুন্দর। এখন টিকিট কাটবো।’

স্বামী মনোয়ারকে নিয়ে মেট্রোরেলে চড়তে এসেছেন ফারজানা বিথি। এর আগে সিঙ্গাপুর প্রবাসী স্বামীর কাছে তিনি সে দেশের মেট্রোরেল সম্পর্কে অনেক গল্প শুনেছেন। এবার স্বামী ছুটিতে দেশে আসায় তাকে নিয়েই মেট্রোরেলে ভ্রমণ করতে এসেছেন।

ফারজানা তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘আমি অনেক খুশি। বেশি খুশি হয়েছে আমার ছোট মেয়েটা।’ ফারজানা আরও বলেন, ‘মেট্রোরেল নিয়ে আমার স্বামীর কাছে অনেক গল্প শুনেছি। সিঙ্গাপুরে তিনি নাকি প্রত্যেক দিনই মেট্রোরেলে চড়েন। এখন বাংলাদেশেও মেট্রোরেল চালু হয়েছে৷ এখন আর গল্প শুনতে হবে না। নিজেই ঘুরে দেখবো।’

আগে থেকেই প্ল্যান ছিল ঈদের সময় মেট্রোরেলে চড়ার, জানিয়ে বন্ধুকে সঙ্গে নিয়ে আসা মো. আসাদ বলেন, ‘স্টেশনটা অনেক আধুনিক ও সুন্দর। বিদেশি সিনেমায় মেট্রোরেল দেখেছি, আর এখন দেশেই চোখের সামনে দেখছি। অবশ্যই ভালো লাগছে।’

মিরপুর ১১ নম্বর থেকে উঠে ভ্রমণ শেষ করে আগারগাঁওয়ে পৌঁছানো আরেক যাত্রী লোকমান হোসেন বলেন, ‘মেট্রোরেল চড়ে মনে হচ্ছে বিদেশে আছি। এত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, ভাবতেই পারছি না। আমার বাচ্চারা তো খুবই খুশি।’

উল্লেখ্য, ঈদ উপলক্ষে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top