সকল মেনু

ওয়ারীতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

রাজধানীর ওয়ারীতে একটি ৬ তলা ভবনের দোতলায় আগুন লেগেছে। সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় ৪৫ মিনিট পর ২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, ওয়ারি পুলিশ ফাঁড়ির সামনে ৬ তলা ভবনের ২ তলায় আগুন লাগে। রাত ১টা ৫৫ মিনিটের দিকে খবর পেয়ে প্রথম ইউনিট ২টার সময় ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরো ৯টি ইউনিট ঘটনাস্থলে অগ্নি নির্বাপনে কাজে যোগ দিয়ে ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

পরে বিস্তারিত বলা সম্ভব বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top