সকল মেনু

বার্সেলোনায় মেসির ফাঁকা বাসায় চুরি

ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় বার্সেলোনায় কাটানোয় স্পেনেও বাড়ি রয়েছে আর্জেন্টাইন সুপারস্টারের।

বার্সেলোনা শহরে মেসির ফাঁকা বাসায় চুরির চেষ্টা চালিয়েছে দুই দুর্বৃত্ত। মেসির বার্সেলোনার বাড়িটি ন্যু ক্যাম্প থেকে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।

২০১৩ সালে ২১ লাখ ডলারে বাড়িটি কেনেন আর্জেন্টিনা অধিনায়ক। এরপর বাড়ির সাজসজ্জায় আরো ৭০ লাখ ডলার খরচ করেন মেসি।আর্জেন্টাইন সুপারস্টার ওই অঞ্চলে বসতি স্থাপনের পর সেখানকার বাড়ির দাম বেড়ে গিয়ে দাঁড়ায় ন্যূনতম ৫০ লাখ ডলার। খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলীয় সংবাদমাধ্যম ‘ল্যান্স’।

স্প্যানিশ ফ্রি টু এয়ার টিভি চ্যানেল ‘অ্যান্টেনা ৩’-এর ‘অ্যান্ড নাও সন্সোলেস’ অনুষ্ঠানের বরাত দিয়ে ল্যান্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালের দিকে দুজন ব্যক্তি বার্সেলোনা শহরের কাস্তেলদেফেস অঞ্চলে অবস্থিত মেসির বাড়ির সীমানায় ঢুকে পড়ে। বাগানের ভেতর দিয়ে গিয়ে বাসার দরজা ও জানালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। দরজা-জানালা ভাঙতে ব্যর্থ হয়ে গ্যারাজ দিয়ে বাসার ভেতরে যাওয়ার চেষ্টা চালায় দুই চোর। সেখানেও তারা সফল হয়নি তবে পুলিশ আসার আগেই পালিয়ে যায় চোরেরা। দুই অজ্ঞাতনামা ব্যক্তির চুরির প্রচেষ্টা ধরা পড়েছে মেসির বাসার নিরাপত্তা ক্যামেরায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top