সংসদের পাঁচ দশকের পথচলা মসৃণ ছিলো না। গণতন্ত্রের যাত্রাপথে অনেক ঘাত-প্রতিঘাত পার হতে হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে কাযপ্রণালী বিধি, ১৪৭ অনুযায়ী এক প্রস্তাব উপস্থাপন করেন এবং এরপর দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এর আগে সংসদে সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্মারক বক্তৃতা দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।