পাকিস্তানে কয়েক বছর ধরে মুদ্রাস্ফীতি চলছে। চলতি বছরে মার্চ মাসে যা ৩৫ দশমিক ৩৭ শতাংশে উপনীত হয়েছে। প্রায় পাঁচ দশকের মধ্যে এটি সর্বোচ্চ।
সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর শর্তপূরণ করতে তড়িঘড়ি উদ্যোগ নেওয়ার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানাচ্ছেন বিশ্লেষকেরা। শনিবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী এক মাস থেকে অন্য মাসে মুদ্রাস্ফীতি ছিল তিন দশমিক ৭২ শতাংশ, যেখানে গত বছরের গড় মুদ্রাস্ফীতির হার ছিল ২৭ দশমিক ২৬ শতাংশ। খবর ব্লুমবার্গের।
মার্চের মুদ্রাস্ফীতির হার ফেব্রুয়ারিকে (৩১ দশমিক পাঁচ শতাংশ) ছাড়িয়ে গেছে। ব্যুরো জানিয়েছে, বছরে খাদ্য, পানীয় ও পরিবহনের দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।