সকল মেনু

সরকারের সঙ্গে আলোচনা হতে পারে

তত্ত্বাবধায়ক ইস্যু

ইসি নয় তত্ত্বাবধায়ক ইস্যু সরকারের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন কমিশনের কোন ক্ষমতা না থাকায় তাদের সঙ্গে যেকোনো আলোচনাই অর্থহীন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারো সঙ্গে কোনো আলোচনা নয়।

বুধবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বর্তমান নির্বাচন কমিশনার অত্যন্ত ভদ্র মানুষ, মার্জিত কথাবার্তা, কিন্তু বাস্তবতা হলো তার কোনো ক্ষমতাই নেই বর্তমান নির্বাচনকালীন সংকট সমাধান করার। তবে সরকারের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক ইস্যুতে আলোচনার প্রস্তাব এলে ভেবে দেখবে বিএনপি।

আগামী নির্বাচনে বিএনপি ওয়াকওভার করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, আগামী নির্বাচন ওয়াকওভার (২০১৪ সালের মত একতরফা নির্বাচন) দিতে চায় না বিএনপি। লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচনে যাবে না বিএনপি। আগামী নির্বাচনের রেফারি কে তা নির্ধারণ হলেই কেবল নির্বাচন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top