সকল মেনু

মারিউপোলে যা দেখলেন পুতিন

ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত নগরী মারিউপোলে নিজে রাতে গাড়ি চালিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর এই প্রথম মারিউপোল সফর করলেন পুতিন।

মারিউপোলের বেশ কিছু ক্ষতিগ্রস্ত এলাকা নিজে গাড়ি চালিয়ে ঘুরে দেখেছেন পুতিন। এ সময় তাকে পাশে বসা সঙ্গীর সঙ্গে আলোচনাও করতে দেখা গেছে। খবর বিবিসির।

ক্রেমলিন জানিয়েছে, শনিবার দিবাগত রাতে পুতিন মারিউপোল পরিদর্শন করেন ও স্বতঃস্ফূর্ত সিদ্ধান্তেই এই ভ্রমণে যান তিনি।

ইউক্রেনের দাবি, পুতিনের এই সফর প্রতীকী। কারণ মারিউপোলই রুশ হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেই শহরে ভ্রমণ করে পুতিন ভিন্ন কোনো বার্তা দিতে চেয়েছেন।

মারিউপোলের বিভিন্ন এলাকায় হেঁটেও দেখেছেন পুতিন। কিছু জায়গায় তাকে থামতেও দেখা গেছে। তবে এই সফর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ক্রেমলিন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top