সকল মেনু

বৃষ্টির দিনেও বায়ু দূষণের শীর্ষে ঢাকা

বৃষ্টির দিনেও বায়ু দূষণের শীর্ষে আছে রাজধানী ঢাকা।

রবিবার (১৯ মার্চ) সকালে দেখা যায়, বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা। এসময় এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই স্কোর ১৯৯ নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল।

বিশ্বে বায়ু দূষণের দ্বিতীয় অবস্থানে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি, স্কোর ১৮২। ১৭২ স্কোর নিয়ে বায়ুদূষণের তৃতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন। চতুর্থ স্থানে থাকা মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের স্কোর ১৭১।

অপরদিকে, ১৭০ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি আছে পঞ্চম স্থানে। চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে রাজধানীবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ। এ ধারা এখনো অব্যাহত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কিনা, তা জানায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top