শনিবার ক্রিমিয়া উপদ্বীপ সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১৪ সালে এই উপদ্বীপ দখল করেছিল রুশ বাহিনী। তবে এবার খবর এসেছে, ইউক্রেনের দখলকৃত অঞ্চল মারিউপোলেও গেছেন পুতিন।
রবিবার (১৯ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস এ খবর নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, পুতিন হেলিকপ্টারে করে মারিউপোলে ঢোকেন। এরপর গাড়িতে করে শহরটির বিভিন্ন জায়গায় ঘুরেন। এছাড়া সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন। খবর আলজাজিরার।
২০২২ সালের মে মাসে ইউক্রেনীয় বাহিনীকে হটিয়ে দিয়ে মারিউপোল দখল করে নেয় রাশিয়া।
এরপর থেকেই কৃষ্ণ সাগরীয় এই অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার দখলে রয়েছে। ওই সময় শহরটিতে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন ইউক্রেনের আজভ ব্রিগেডের সেনারা। কিন্তু তাদের আটকে ফেলে শহরটি দখল করে রুশ বাহিনী।
এদিকে ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়ে যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।
এর একদিন পর শনিবার পুতিন ক্রিমিয়া উপদ্বীপে যান। সেখানে দ্বীপটির সবচেয়ে বড় শহর সেভাস্তোপোল সফর করেন। ওই সময় সেভাস্তোপোলের গভর্নরসহ রাশিয়ার নিয়োগকৃত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের ৯ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতেই সেখানে গেছিলেন তিনি।
তবে পুতিন যে মারিউপোল যাবেন এমন কোনো কিছু আগে জানানো হয়নি। হঠাৎ করেই রবিবার তার এ সফরের কথা জানানো হয়।
গত বছর মারিউপোলে ইউক্রেনীয় বাহিনী তীব্র প্রতিরোধ গড়ে তোলায়, সেখানে প্রচণ্ড হামলা চালায় রাশিয়া। তাদের হামলায় শহরটি প্রায় ধ্বংসই হয়ে যায়। এছাড়া এই শহরের লড়াই নিয়ে প্রাণ হারান প্রায় ২০ হাজার মানুষ। বর্তমানে শহরটি পুননির্মাণের কাজ করছে রাশিয়া।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।