সকল মেনু

মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৯

মাদারীপুরের শিবচরে হাইওয়ে এক্সপেসের রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (১৯ মার্চ) সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে ঢাকার দিকে আসার সময় ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়ে মুচড়ে যায়।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, এই দুর্ঘটনায় অনেক হতাহত হয়েছে। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ। আহতদের নেয়া হয় আশাপাশের বিভিন্ন হাসপাতালে। গুরুতর আহতদের পাঠানো হয় ঢাকা মেডিকেলে।

শিবচর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, ঢাকাগামী ইমাদ পরিবহন সড়কের রেলিং ভেঙে খাদে পড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top