সকল মেনু

ইউক্রেনকে ‘অকেজো’ যুদ্ধবিমান দেয়া হচ্ছে

ইউক্রেনকে ‘অকেজো’ যুদ্ধবিমান দেয়া হচ্ছে বলে দাবি করেছে রাশিয়া।

শুক্রবার (১৮ মার্চ) এ দাবি করেছে মস্কো কর্তৃপক্ষ।

সম্প্রতি ন্যাটোর দুই সদস্য দেশ পোল্যান্ড ও স্লোভাকিয়া ইউক্রেনকে মিগ-২৯ যুদ্ধবিমান দেয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার প্রথম দেশ হিসেবে পোল্যান্ড কিয়েভকে চারটি বিমান ও শুক্রবার দ্বিতীয় দেশ হিসেবে স্লোভাকিয়া ১৭টি বিমান দেবে বলে জানিয়েছে।

এসব যুদ্ধবিমানকে ‘পুরনো ও অকেজো’ বলে দাবি করেছে রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রো পেসকভ বলেন, ইউক্রেনকে যেসব যুদ্ধবিমান দেয়া হবে তার সবগুলোক লক্ষ্য করে হামলা চালানো হবে। এছাড়া সোভিয়েত শাসনামলের মিগ-২৯ যুদ্ধবিমান সম্পর্কে তিনি বলেছেন, ‘মনে হচ্ছে এ দেশগুলো পুরনো, অকেজো ও অপ্রয়োজনীয় সরঞ্জাম বিলিয়ে দিতে নেমেছে।’

সূত্র: বিবিসি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top