সকল মেনু

ভোট চুরির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের আমলে ভোট চুরির সুযোগ নেই। নির্বাচন কমিশনকে অবাধ ও নিরপেক্ষ করে গড়ে তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাতার সফর নিয়ে সোমবার (১২ মার্চ) বিকেল সাড়ে চারটায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এরপর সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।

গত ৮ মার্চ প্রধানমন্ত্রী কাতার সফর শেষে দেশে ফেরেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এলডিসি সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ কাতার সফরে যান প্রধানমন্ত্রী।

ইভিএম নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ডিজিটাল হয়েছে। আমরা চেয়েছিলাম নির্বাচনটা ডিজিলাট পদ্ধতিতে হোক। কিন্তু অনেকেই তা চায় না। কিছু কিছু মানুষ ডিজিটাল সিস্টেমের বিরোধিতা করছে। এখন এটা নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশন যতোটুকু পারে ততোটুকু করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top