পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের জ্বালানি, সমুদ্র বন্দর ও বিমান বন্দরে বিনিয়োগ করতে চায় সৌদি আরব। সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী আব্দুল্লাহ আল কাসাবির সঙ্গে বৈঠক শেষ এমন তথ্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।
শনিবার (১১ মার্চ) সকালে এফবিসিসিআই বিজনেস সামিটে সাইডলাইনে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এমন কথা বলেন। তিনি বলেন, ব্যবসা সম্প্রসারণে আমলাতান্ত্রিক জটিলতা দূর করেছে সরকার। একই সঙ্গে ওয়ানস্টপ সার্ভিস সেবা উন্মুক্ত করা হয়েছে। বলেন অর্থনৈতিক অঞ্চল তৈরী করা হয়েছে, সেখানে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।