সকল মেনু

চাঁদপুরে জাটকা ধরায় আরো ২৯ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধনের দায়ে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে আরো ২৯ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় ৬৫ কেজি জাটকা ইলিশ, পাঁচটি নৌকা ও পাঁচ লাখ ৪৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত আড়াইটায় বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান।

ওসি মো. কামরুজ্জামান বলেন, পদ্মা-মেঘনা নদীতে জাটকা রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা ১ মিনিট পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনায় চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষ্মীরচর, মিনি কক্সবাজার, হরিনা ফেরিঘাট, সফরমালি, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ। অভিযান চালিয়ে বিভিন্নস্থান থেকে মোট ২৯ জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে ১৫ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে দুই মাস ১৫ দিন ও ৯ জেলের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, বুধবার (৮ মার্চ) রাত আড়াইটায় আরেক অভিযানে ২৯ জেলেকে আটক ও ১৮৮ কেজি জাটকা জব্দ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top