জার্মানির হামবুর্গ শহরে একটি গির্জায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো প্রাথমিক খবরে জানিয়েছে।
দেশটির উত্তরাঞ্চলের হামবুর্গ পুলিশ বলছে, শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামের সড়কে অবস্থিত একটি গির্জায় স্থানীয় সময় বৃহ্স্পতিবার রাত নয়টার দিকে ঘটে এই বন্দুক হামলা। ধারণা করা হচ্ছে, মৃতদের মধ্যে হামলাকারীও আছেন।