আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে গভর্নরের কার্যালয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) ঘটে যাওয়া ওই বিস্ফোরণে প্রাদেশিক গভর্নরসহ তিনজন নিহত হন। বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। কোনো পক্ষ দায়ও স্বীকার করেনি। খবর বিবিসির।
বালখ পুলিশের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজিরি বলেন, ‘আজ সকাল নয়টার দিকে গভর্নরের কার্যালয়ের দ্বিতীয় তলার ভেতরে একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে গভর্নর মাওলাভি মোহাম্মদ দাউদ মুজামিলসহ দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’
তিনি আরো বলেন, বিস্ফোরণের কারণ জানতে পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা গেলে পরে জানানো হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।