সকল মেনু

ভবনটি ব্যবহারের অনুপযোগী: রাজউক

সিদ্দিকবাজারে বিস্ফোরণ

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন ব্যবহারের অনুপযোগী ঘোষণা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কারিগরি কমিটি। তারা জানিয়েছে, সংস্কারের পর ব্যবহার অথবা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, গুলিস্তানে সিদ্দিক বাজার এলাকার বিস্ফোরিত ভবনটি ভেঙে ফেলা হবে কিনা সে বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মহাব্যবস্থাপক (পরিবহন) হায়দার আলী। তিনি বলেন, ভবনের পিলার ও কলাম ধসে গেছে। ছাদও নিচের দিকে দেবে গেছে। এসব দেখে মনে হচ্ছে ভবনটি ভেঙে ফেলতে হবে।

তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক পর্যায়ে ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণার একটি কমিটি আছে। ওই কমিটির প্রতিনিধিরা আগামীকাল (বৃহস্পতিবার) ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটি ভেঙে ফেলা হবে কিনা সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top