সকল মেনু

বাখমুত যুদ্ধের মধ্যেই লুহানস্কে গোলাবর্ষণ

বাখমুত শহরের আধিপত্যকে কেন্দ্র করে রুশ বাহিনী ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সেখানে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়েছে। এরই মধ্যে লুহানস্কে ভয়ংকর যুদ্ধের খবর শুনিয়েছেন ইউক্রেনীয় এক কর্মকর্তা।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ মার্চ) লুহানস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান সের্হি হেইডে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

তিনি বলেন, লুহানস্ক অঞ্চলে পরিস্থিতি কঠিন কিন্তু ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী এখনো সেখানকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। সবচেয়ে কঠিন এলাকা হল বিলোহোরিভকা এবং ক্রেমিনা, যেখানে রাশিয়ান সেনাদের দ্বারা ক্রমাগত আক্রমণ এবং গোলাবর্ষণ চলছে।

সের্হি হেইডে বলেন, রুশ বাহিনী আমাদের সেনাদের সরিয়ে স্টেলমাখিভকা, নেভস্কে পৌঁছানোর চেষ্টা করছে।

উল্লেখ্য, স্টেলমাখিভকা ও নেভস্কে হল লুহানস্ক ও খারকিভ অঞ্চলের সীমান্তের গ্রাম যেগুলো সেপ্টেম্বরে পুনরুদ্ধার করেছিল ইউক্রেনীয় বাহিনী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top