সকল মেনু

সৌদি দূতাবাসের সাবেক ২ কর্মকর্তাসহ ৭ বাংলাদেশি গ্রেপ্তার

ঘুসের বিনিময়ে বাংলাদেশি কর্মীদের কাজের ভিসা দেয়ার অভিযোগে সৌদির দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা ঢাকায় দেশটির দূতাবাসের দুই সাবেক কর্মকর্তাসহ সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।

সম্প্রতি তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। খবর আরব নিউজের।

গ্রেপ্তারকৃতরা অবৈধভাবে ভিসা দিয়ে ৫ কোটি ৪০ লাখ সৌদি রিয়ালের সমপরিমাণ অর্থ নিয়েছেন। অবৈধ ওই ভিসা–বাণিজ্যে জড়িত থাকার অপরাধে সাত বাংলাদেশিসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার সৌদি দূতাবাসের কনস্যুলার বিভাগের সাবেক প্রধান ও উপ-রাষ্ট্রদূত আবদুল্লাহ ফালাহ মুদাহি আল-শামারি ও কনস্যুলার বিভাগের উপপ্রধান খালেদ নাসের আয়েদ আল-কাহতানি।

নাজাহা কর্তৃপক্ষ সৌদি দূতাবাসের সাবেক এই দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তারা ঘুস নেয়ার তথ্য স্বীকার করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top