দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার (৪ মার্চ) বিকালে যাত্রাবাড়ী থানা বিএনপি আয়োজিত বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, চিনি, আটা, তেলসহ নিত্যপণ্যের দাম কমানোসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে অনুষ্ঠিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলেই এ দেশের মানুষ বাঁচবে, অর্থনীতি ঘুরে দাঁড়াবে ও সাধারণ মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবে।
তিনি আরো বলেন, এই সরকার জনগণের সরকার নয়, সরকার এ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, অর্থনীতিকে হত্যা করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই সরকার অর্থনীতিকে মেরামত করতে পারবে না। যাদের হাতে দেশ ধ্বংস হয়েছে, তাদের পক্ষে দেশ মেরামত করা সম্ভব হবে না। আওয়ামী লীগ একটি লুটেরার দলে পরিণত হয়েছে, এই দেশের মানুষ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবীউল্লাহ নবীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। এতে সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য জামসেদুল আলম শ্যামল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।