ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ‘স্পিরিট’ পানে তিনজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃতের এই সংখ্যা আরো বাড়তে পারে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তারা মারা যান। নিহতরা হলেন- কালীগঞ্জ শহরের আড়পাড়া নদীপাড়া এলাকার ভাংড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর খাঁ (৩৬), রিকশাচালক বিপুল দাস (৪৫) ও মধুগঞ্জ বাজার ঢাকালেপাড়ার রাজিব হোসেন (২৬)।
শুক্রবার (৩ মার্চ) বেলা ১২টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এদিকে, স্পিরিট বিক্রেতা শহরের মেইন বাসস্ট্যান্ডের রেজা হোমিও হলের মালিক রেজাউল ইসলাম ঘটনার রাত থেকেই পলাতক রয়েছেনে। শুক্রবার সকালে তার দোকান ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে শহরের নদীপাড়া ও ঢাকালেপাড়া এলাকার একাধিক ব্যাক্তির মৃত্যুর খবর পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত্যুর সত্যতা পায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।