সকল মেনু

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট ভ্যান থুং

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন ভো ভ্যান থুং। দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যেই দেশটির শীর্ষ নেতৃত্বের রদবদল করে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়েছে তাকে।

বৃহস্পতিবার (২ মার্চ) ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলির বিশেষ অধিবেশনে আইনপ্রণেতারা তাকে প্রেসিডেন্ট নির্বাচন করেন। এর আগে বুধবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ৫২ বছর বয়সী ভো ভ্যান থুংকে একমাত্র প্রার্থী হিসেবে মনোনীত করে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলিতে উপস্থিত ৪৮৮ জনের মধ্যে ৪৮৭ জন থুংয়ের পক্ষে ভোট দিয়েছেন।

এমন এক সময়ে থুং ভিয়েতনামের প্রেসিডেন্ট হলেন, যখন দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে। দুর্নীতি দূরীকরণে কাজ চলছে এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ লড়াইয়ে বেশ কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top